• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

নৌকার ওপর ভাসমান মসজিদ


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৯:৫০ পিএম
নৌকার ওপর ভাসমান মসজিদ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের হাওলাদার বাড়ি বায়তুন নাজাদ জামে মসজিদটি হুমকির মুখে। যেকোন সময় বিলীন হয়ে যাবে নদী গর্ভে। এলাকার মুসল্লিদের নামাজের ভোগান্তি চলছে টানা দুই মাস। তবে সেখানকার মুসল্লিদের নামাজের জন্য নৌকার ওপর বিশেষভাবে তৈরি একটি ভাসমান নুহ আলাইহিসালাম জামে মসজিদ করে দিয়েছেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে জোহরের নামাজের আদায়ের মধ্য দিয়ে ভাসমান নুহ আলাইহিসালাম জামে মসজিদটির উদ্বোধন করা হয়।

হাওলাদার বাড়ি বায়তুন নাজাদ জামে মসজিদের ঈমাম ও খতিব হাফেজ মঈনুর রহমান জানান, প্রাকৃতিক দুর্যোগ আম্ফান ও ইয়াসের সময় খোলপেটুয়া নদীর বন্যতলা এলাকার বেড়িবাঁধ ভেঙে যায়। নদী ভাঙ্গনটি ধীরে ধীরে লোকালয়ের দিকে ধেয়ে আসতে শুরু করে। আর তখন থেকে গত ১০ আগস্ট থেকে নদীর পানি মসজিদের ভেতরে প্রবেশ করে। রাস্তাটিও ধসে যায় এরপর থেকে মসজিদে নামাজ আদায় ও আজান দেওয়ার জন্য সাঁতরে যেতে হত। তবে সম্প্রতি ঘটনাটি বিভিন্ন মিডিয়া ও ফেসবুকে প্রকাশের পর আজান দেওয়ার জন্য একটি নৌকা ক্রয় করে দেন একজন হৃদয়বান ব্যক্তি। 

মঈনুর রহমান জানান, আজ এলাকার মুসল্লিদের কথা চিন্তা করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নৌকার ওপর বিশেষভাবে নির্মিত একটি ভাসমান নুহ আলাইহিসালাম জামে মসজিদ উপহার হিসেবে দিয়েছেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে চেয়ারম্যান প্রকৌশলী নাসিরউদ্দীন সাহেব এটি তুলে দেন। ভাসমান মসজিদটির দৈর্ঘ্য ৫০ এবং প্রস্থ ১৬ ফুট। রয়েছে আযান দেওয়ার জন্য একটি মাইকসেট, ওজুখানা, পানি ব্যবহারের জন্য চারটি ট্যাব ও একটি টয়লেট। মুসল্লিদের মসজিদে এসে তেলোওয়াত করার জন্য রয়েছে কোরআন শরীফ।

Link copied!