• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

নাটোরে হেরোইনসহ একজন আটক 


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০২:৪২ পিএম
নাটোরে হেরোইনসহ একজন আটক 

নাটোরে হেরোইনসহ মাসুম (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। 

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সদর উপজেলার বাবুর পুকুরপাড় এলাকার বনলতা ফিলিং স্টেশনের সামনে থেকে হেরোইনসহ তাকে আটক করা হয়। 

মাসুম বগুড়া জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল সদর উপজেলার পশ্চিম বাইপাস নাটোর-রাজশাহী মহাসড়কের অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় র‌্যাব। 

বাসের ভেতর থেকে মাসুম লাফিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে মাসুমের দেহ তল্লাশি করে এক কেজি ৩৯০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইতিমধ্যে মামলা করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Link copied!