• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

দৌলতদিয়ায় তীব্র যানজট


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৪, ২০২২, ১২:৪৪ পিএম
দৌলতদিয়ায় তীব্র যানজট

পদ্মার প্রবল স্রোত এবং মাওয়া-বাংলাবাজার নৌপথে পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়ায় সৃষ্টি হয়েছে তীব্র যানজটের।

শুক্রবার (২৪ জুন) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার পর্যন্ত দুই সারিতে অন্তত এক হাজার গাড়ি অপেক্ষা করছে পারাপারের জন্য। এর মধ্যে রয়েছে যাত্রীবাহী বাস, পণ্যবোঝাই ট্রাক। এছাড়া ঢাকা-খুলনা মহাসড়কের চাপ কমানোর জন্য ঘাট এলাকা থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার অংশ জুড়ে পণ্যবোঝাই ট্রাকের সারি রয়েছে।

একাধিক পরিবহনের যাত্রীরা জানান, ঘাট এলাকায় তিন চার ঘণ্টা ধরে বসে আছেন তারা। আর কত সময় এভাবে বসে থাকতে তার ঠিক নেই।

ট্রাকচালকদের সঙ্গে কথা বললে তারা জানান, “এই দৌলতদিয়ায় এসে আমাদের দিনের পর দিন পরে থাকতে হয়। আমাদের আর্থিক ক্ষতি যেমন হয়, সে রকম আমাদের গোসল, বিশ্রাম, খাওয়ার সমস্যা হয়।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া প্রান্তের উপপরিচালক প্রফুল্ল চৌহান জানান, পদ্মা নদীতে স্রোত থাকার কারণে ফেরির ট্রিপ কমে গেছে। মাওয়ায় ফেরি বন্ধ থাকায় যানবাহনের চাপ বেড়েছে। ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে বর্তমানে।

Link copied!