• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দুর্ঘটনার লাইভ দেখে নিহত নারীর পরিচয় শনাক্ত


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৫:৪৪ পিএম
দুর্ঘটনার লাইভ দেখে নিহত নারীর পরিচয় শনাক্ত

রংপুর মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ ব্যাংকসংলগ্ন আরডিআরএস মোড়ে এ ঘটনা ঘটে।

হাওয়া বেগম ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের শ্যামপুর এলাকার মনসুর আলী সরকারের মেয়ে।

শারীয়ার মীম নামের রংপুর মহানগরীর এক যুবক সকালে নিহত হওয়া নারীর পরিচয় পাওয়া যাচ্ছে না বলে ফেসবুকে লাইভ করেন। সেই লাইভ দেখে শাহরীয়ারের সঙ্গে যোগাযোগ করেন নিহতের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাওয়া বেগম অটোরিকশায় বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে আরডিআরএস মোড়ে পৌঁছালে চাকায় ওড়না পেঁচিয়ে গেলে তিনি সড়কে ছিটকে পড়েন। হাওয়া বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাওয়া বেগমের ব্যাগে থাকা টাকা, কানের দুল, স্মার্ট মোবাইল, জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়।

এ ব্যাপারে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মনোয়ার হোসেন  বলেন, “অসাবধানতাবশত চাকায় ওড়না পেঁচিয়ে হাওয়া বেগমের মৃত্যু হয়েছে। বর্তমানে তার লাশ হাসপাতালের মর্গে রয়েছে।”

Link copied!