• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৩:৩৯ পিএম
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে গোপাল ঘোষ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোপাল ঘোষের বাড়ি উপজেলার জারিয়া গ্রামে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টায় ময়মনসিংহ হতে জারিয়াগামী লোকাল ট্রেন স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে গোপাল ঘোষ রাস্তা পার হতে গেলে ট্রেনে পা কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। গোপাল ঘোষ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কানেও কম শুনতেন।

পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ময়মনসিংহের জারিয়া বাজার রেলগেটে এ ঘটনা ঘটে।”
 

Link copied!