• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৬ জমাদিউস সানি ১৪৪৭

সিটিস্ক্যানে মস্তিষ্কের ‘ইসকেমিয়া’ বেড়েছে, হাদির অবস্থা এখনও সংকটজনক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৮:৩৬ পিএম
সিটিস্ক্যানে মস্তিষ্কের ‘ইসকেমিয়া’ বেড়েছে, হাদির অবস্থা এখনও সংকটজনক

সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি তার চিকিৎসা সিঙ্গাপুর জেনেরেল হাসপাতালে চলবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টই চলবে। প্রতিদিন তার ইনভেস্টিগেশন করা হবে। তার অবস্থা ক্রিটিক্যাল ও স্ট্যাটিক আছে।'

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে এসব তথ্য জানান ডা. আব্দুল আহাদ।

তিনি জানান, 'আজকেও শরিফ ওসমান হাদির সিটি স্ক্যান করা হয়েছে। তার ব্রেনের যে স্কেমিয়া ছিল, সেটি কিছুটা বেড়েছে। হার্ট, লাংস, কিডনি ভেন্টিলেশন সাপোর্টে ফাংশন করছে। ইউরিন আউটপুট আগের মতোই সাপোর্টের মাধ্যমে হচ্ছে।'

তিনি আরও বলেন, 'হাদির ব্রেনের মধ্যে গুলির ছোট অংশ রয়ে গেছে, সেটার জন্য নতুন করে অপারেশন লাগবে কি না বা সেই অপারেশনের জন্য তাকে যুক্তরাজ্যে বা যুক্তরাষ্ট্রে নেওয়া হবে কি না; সে বিষয়ে আলোচনা চলছে।'

ডা. আহাদ বলেন, 'আমরা বলতে চাই তার যে জায়গায় গুলির অংশটা রয়েছে, সেটি অপারেশন করলে নতুন করে ডেভলভমেন্ট হবে, সেটি এখনও বলা যায়। এছাড়া তার শরীর জার্নির ধকল নিতে পারবে কি না সে বিষয়ে চিকিৎসকেরা সিদ্ধান্ত নেবে এবং তার পরিবারের ইচ্ছের একটা বিষয় আছে।'

তিনি আরও বলেন, 'সবাই তার জন্য দোয়া করবেন, কোনো গুজবে গান দেবেন না।'

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!