রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রেনের ধাক্কায় মোমেনা বেগম (৫৫) ও রুকাইয়া (২) নামে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দাদি-নাতি বলে জানা গেছে।
সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার র হাবাসপুর ইউনিয়নের বাবুপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার হাবাসপুর ইউপির চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী মোমেনা ও তার নাতনি রুকাইয়া।
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, মোমেনা তার নাতনি রুকাইয়াকে সঙ্গে নিয়ে বাবুপাড়া ইউপির বালিয়াপাড়া এলাকা থেকে তার বেয়াই বাড়িতে বেড়াতে আসে। বেয়াই বাড়ির পাশে একজনের মরদেহ দেখতে যায়। ওই বাড়ি থেকে ফেরার পথে কাশেম খানের বাড়ির সামনে রেললাইনের উপর দিয়ে যাবার সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ী গামী মধুমতি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”



































