সাতক্ষীরার পাটকেলঘাটায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (১৮ এপ্রিল) ভোরে সাতক্ষীরা খুলনা হাইওয়ের তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোদাঘাটা গ্রামের ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি গ্রামের লাল্টু সরদার (২৮)।
হাইওয়ে পুলিশের চুকনগর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সোমবার ভোরে তারা গরু কিনতে পিকআপে করে বাগেরহাটের ফকিরহাটে যাচ্ছিলেন। পথে কুমিরা বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালির ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন ইয়াসিন আলী ও লাল্টু সরদার। স্থানীয়রা ইয়াসিন আলীকে সাতক্ষীরা সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টুকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইয়াসিন আলী দুপুর ৭টার দিকে ও লাল্টু দুপুর দেড়টার দিকে মারা যান।







































