• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ জন


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ০৩:৩১ পিএম
ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৬ জন

ময়মনসিংহের ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও ১২ জন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ৬ জনের মধ্যে ৩ জনের পরিচয় মিলেছে। তারা হলেন জেলার ত্রিশাল উপজেলার বানিয়াধলা গ্রামের মৃত হাসমত আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫), জেলার হালুয়াঘাট উপজেলার মৃত শাহেদ আলীর রিফাত মিয়া (২৮) ও সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পারাইল গ্রামের কামাল উদ্দিন (৪০)। 

ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটের উদ্দেশ্যে আসে ইমাম পরিবাহনটি। পরে উপজেলার বইলর বড় পুকুরপাড় এলাকায় চাকা নষ্ট হয়ে দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু এবং ২০ জন আহত হয়। 

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ইমাম পরিবহনের একটি বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং অন্তত ২০ জন আহত হন। 

মাইন উদ্দিন আরও বলেন, আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Link copied!