ময়মনসিংহের হালুয়াঘাটে মিক্সার মেশিনবোঝাই ট্রলি উল্টে হারুন (৬৫) ও হবি (৩৫) নামের দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ইটাখোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত দুজন সরচাপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, সকালে ৮-১০ জন নির্মাণশ্রমিক কাজ করতে হালুয়াঘাটের দিকে ট্রলিতে করে মিক্সার মেশিন নিয়ে আসছিলেন। পথে ময়মনসিংহ হালুয়াঘাট মহাসড়কের ইটাখোলা নামক স্থানে আসতেই ট্রলি উল্টে ঘটনাস্থলেই একজন মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহত চারজনকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। পরে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।