• ঢাকা
  • শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২১ রমজান ১৪৪৬

টেকনাফে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ০৫:৫৯ পিএম
টেকনাফে ৬ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত কয়েকটি ক্যাম্প থেকে ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (৮ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে এসব সন্ত্রাসীদের আটক করা হয়।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বপালনকারী ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, ক্যাম্প এলাকায় নানা অপরাধে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

নাঈমুল হক আরও জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় চাঁদাবাজি, অপহরণ, ডাকাতির প্রস্তুতি মামলা ও হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে  জড়িত ছিল গ্রেপ্তারকৃতরা। আইনগত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে উখিয়া থানায় পাঠানো হয়েছে।

উখিয়ার ৩৪টি রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারে এপিবিএনের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!