• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

টিকা না দিয়েই সিরিঞ্জ পুশের ঘটনায় ২ নার্স প্রত্যাহার


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ১২:৪৯ পিএম
টিকা না দিয়েই সিরিঞ্জ পুশের ঘটনায় ২ নার্স প্রত্যাহার

পাবনায় মেডিকেলের শেষ বর্ষের ছাত্রী সাবাহ মারিয়ম অন্তিকাকে করোনার টিকা না দিয়েই সিরিঞ্জ পুশের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ২ স্টাফ নার্সকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর এ তথ্য নিশ্চিত করেন।

ডা. কে এম আবু জাফর বলেন, “ঘটনা তদন্তে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসানকে। অন্য দুই সদস্য হলেন পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাহিদুর রহমান ও জেলা পাবলিক হেলথ নার্স। 

সহকারী পরিচালক ডা. কে এম আবু জাফর আরও বলেন, “বুধবার বিকেলে ঘটনাটি জানার পরপরই টিকা কেন্দ্রে নিয়োজিত ২ স্টাফ নার্স মেরিনা গোমেজ ও মিতা খাতুনকে প্রত্যাহার করা হয়েছে।”

আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান বলেন, “লোক মুখে শুনেছি আমাকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তবে অফিশিয়ালি এখনো (বৃহস্পতিবার দুপুর ১২টা) কোনো লিখিত নির্দেশনা পাইনি।”

পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, “এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। দায়িত্ব ও কর্তব্যহীন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার জন্য প্রাণঘাতী করোনা থেকে বাঁচানোর লক্ষ্যে যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন, সেটা দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করা জরুরি বলে দাবি করেন সিভিল সার্জন। 

প্রসঙ্গত, ২৫০ শয্যার পাবনা জেনারেল হাসপাতালের টিকাকেন্দ্রে বুধবার করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা নিতে যান ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী সাবাহ মারিয়ম অন্তিকা। টিকা ছাড়াই সিরিঞ্জ পুশ করা হয় তাকে।

Link copied!