রাজবাড়ীর দৌলতদিয়ায় ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে।
রোববার (২৯ আগস্ট) সকালে দৌলতদিয়ার চেয়ারম্যান পাড়ার জেলে বাবু সরদারের জালে এই বিশাল শাপলা পাতা মাছটি ধরা পড়ে।
পরে দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী রেজাউল ইসলাম মাছটি বিক্রি করতে রাজবাড়ী মাছ বাজারে নিয়ে আসেন। সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে রাজবাড়ী মাছ বাজারের কুটি মন্ডল ৮০০ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
জেলে বাবু সরদার বলেন, “রাতে পদ্মায় জাল ফেললে ভোর রাতে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জালে মাছটি আটকা পড়ে। প্রথমে একা তোলার চেষ্টা করি। এরপর আশেপাশের আরো কয়েকজনকে ডাক দিলে তারা ২/৩টি নৌকা নিয়ে এসে মাছটি তুলতে সাহায্যে করে। পরে আমি রেজাউল ইসলামের কাছে মাছটি বিক্রি করি।”
রেজাউল ইসলাম বলেন, “বাবু সরদার মাছটি আমার কাছে নিয়ে আসলে আমি তৎক্ষণাৎ রাজবাড়ী বাজারের মৎস্য আড়ৎদার কুটি মন্ডলের সাথে যোগাযোগ করে মাছটি রাজবাড়ী বাজারে নিয়ে আসি এবং সেখানে এটি ৮০ হাজার টাকায় বিক্রি করি।”


-20251027102457.jpeg)

































