রংপুরে জামায়াতের মহানগর কোতোয়ালি থানা আমিরসহ ১০ সক্রিয় সদস্যকে আটক করেছে রংপুর মহানগর কোতোয়ালি থানা-পুলিশ।
পুলিশে অভিযোগ, শোকের মাসে নাশকতার পরিকল্পনা করাসহ রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন তারা।
বুধবার (২৫ আগস্ট) রাতে আটকের বিষয়টি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের ডিসি (ডিবি অ্যান্ড মিডিয়া) ফারুক আহমেদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে নগরীর কোতোয়ালি থানাধীন দক্ষিণ বাবুখা এলাকায় লোকমান হোসেনের বাসায় বৈঠক চলছিল। সেখান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জামায়াতের মহানগর কোতোয়ালি থানা আমির মো. ফরহাদ হোসেন মন্ডল (৩৮), সেক্রেটারি মো. শাহানত মিয়া (৪৫), কর্মপরিষদ সদস্য লোকমান আলী (৬৫), মশিউর রহমান (৪০), আব্দুল মালেক (৩০), মিজানুর রহমান (৩৮), মাহমুদুর রহমান (৬০), ওয়ায়দুর রহমান (৪০), শরিফুল ইসলাম (৩৬), ও জাহাঙ্গীর আলম (৫০)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি ধারায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মহানগর কোতোয়ালি থাকা একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলা নং ৫৩।