• ঢাকা
  • মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২, ১ জ্বিলকদ ১৪৪৬

চীনা শ্রমিকের লাশ উদ্ধার 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৯:৫৩ পিএম
চীনা শ্রমিকের লাশ উদ্ধার 

কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নে নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত এক চীনা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি ) সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চেন ইউকুয়ান (৫৪) নামের চীনা শ্রমিক দীর্ঘদিন ধরে নৌঘাঁটি নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিকালে বলেন, সকালে তার কক্ষের সদস্যরা ঘুমন্ত চেন ইউকুয়ানকে ডাকতে গেলে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) নাদির শাহ বলেন, “সুরতহালে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে।”
 

Link copied!