কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় পাঁচ ভাইয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন আরেক ভাই রক্তিম সুশীল।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে (ভেন্টিলেটর) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চমেকের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টার দিকে রক্তিম সুশীলের মৃত্যু হয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি এলাকায় সবজি বোঝাই দ্রুতগতির একটি পিকআপ চাপায় নিহত হন অনুপম সুশীল (৪৬), নিরুপম সুশীল (৪০), দীপক সুশীল (৩৫), চম্পক সুশীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। আহত হন রক্তিম সুশীল, প্লাবন সুশীল ও হীরা সুশীল। হীরা সুশীল মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসাধীন।
গুরুতর আহত রক্তিম সুশীলকে দুর্ঘটনার দিনই ভর্তি করানো হয়েছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহতদের বাবা প্রয়াত ডা.সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠানের পূর্বে ক্ষুদান্ন দান করতে গিয়ে তারা এই নির্মম দুর্ঘটনার শিকার হন।
এদিকে ১১ ফেব্রুয়ারি পিকআপ চালক সাহিদুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে র্যাব। তাকে আটকের পর র্যাব জানায়, ঘটনার দিন রাস্তায় অতিরিক্ত কুয়াশা থাকা সত্ত্বেও চালক দ্রুত কক্সবাজার পৌঁছে সবজি ডেলিভারি দিতে বেপরোয়াভাবে পিকআপটি চালাচ্ছিলেন। ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে মালুমঘাট বাজারের নার্সারি গেটের সামনে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষারতদের দূর থেকে খেয়াল করেননি তিনি। গাড়ি অতিরিক্ত গতিতে থাকায় কাছাকাছি এসে লক্ষ্য করলেও নিয়ন্ত্রণ করতে পারেননি। এতে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।



































