• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১২:৩৫ পিএম
চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৭ জনের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া পৌরসভার কমিশনার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫), প্রদীপের স্ত্রী পুর্ণিমা (৩০), তার শিশু সন্তান সার্থক (২), ডুলাহাজারা এলাকার রতন বিজয় (৫৫) ও তার স্ত্রী মধুমিতা (৪৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যোবাইর জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া উপজেলার ভেন্ডি বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই মারা যান। 

চকরিয়া হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রিয়াদ আজিম সিদ্দীকি জানান, ঘটনাস্থল থেকে নারী-পুরুষ ও শিশুসহ সাত জনের মরদেহ আনা হয়েছে। গুরুতর  আহত আরো কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Link copied!