• ঢাকা
  • রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩০, ১৭ শা'বান ১৪৪৬

খুলনায় করোনায় ৩৩ জনের মৃত্যু


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৪, ২০২১, ০১:১৩ পিএম
খুলনায় করোনায় ৩৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এছাড়াও খুলনায় ৮ জন, যশোরে ৬ জন এবং নড়াইল, মাগুরা, ঝিাইদহ ও মেহেরপুরে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৪৯ জনের।

এর আগে শুক্রবার (২৩ জুলাই) বিভাগে ৩০ জনের মৃত্যু হয়। করোনা শনাক্ত হয়েছেন ৩৬১ জন।

খুলনা বিভাগে ২০২০ সালের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। এখন পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্তের সংখ্যা ৮৫ হাজার ৭৮৪ জন। মৃতের সংখ্যা ২ হাজার ১২৬ জন। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ হাজার ৯৭৩ জন।

Link copied!