• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬
ইউপি নির্বাচন

কক্সবাজারে ৭৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৮:৪২ পিএম
কক্সবাজারে ৭৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার 

কক্সবাজারের ২১টি ইউনিয়নে ৭৩ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ১৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন সংরক্ষিত আসনের সদস্য প্রার্থী এবং ৫৬ জন সাধারণ সদস্য প্রার্থী। 

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল মতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার (২৬ অক্টোবর)। প্রত্যাহার শেষে এদিন ২১ ইউনিয়নে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১২৪৯ জনে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৭৩ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৪ জন, রামু উপজেলায় ৮ জন এবং উখিয়া উপজেলায় ২ জন।

মনোনয়নপত্র প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন:

সদরে মনোনয়ন প্রত্যাহার করা চেয়ারম্যান প্রার্থীরা হলেন- পিএমখালী ইউনিয়নের আব্বাস উদ্দিন, খুরুস্কুল ইউনিয়নের শহীদুল ইসলাম, চৌফলদন্ডী ইউনিয়নের ছৈয়দুল করিম ও বেলাল উদ্দিন।

রামু উপজেলার ৮ জন হলেন- ফতেখাঁরকুল ইউনিয়নের আবুল বশার বাবু, রশিদনগর ইউনিয়নের  সেলিনা আক্তার। এছাড়া ঈদগড় ইউনিয়নে ৩ জন- কামাল উদ্দিন, আবদুস সালাম, সুলতান আহমদ, গর্জনিয়া ইউনিয়নের ইস্কান্দর মির্জা, খুনিয়াপালং ইউনিয়নের এসএম ফরিদুল আলম, কাউয়ারখোপ ইউনিয়নের লুৎফুন্নাহার। 

এছাড়াও উখিয়ায় ২ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- জালিয়াপালং ইউনিয়নের এ এসএম ইমরুল শরীফ, পালংখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী রবিউল হোসেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলার ২১ ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২৬ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে এক হাজার ৩২৩ জন প্রার্থীর মধ্যে এক হাজার ২৪৯ জন প্রার্থী প্রত্যাহার শেষে মাঠে রইলেন। এছাড়া নানা কারণ দেখিয়ে ১৪ চেয়ারম্যান প্রার্থীসহ ৭৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর মধ্যে ৫৬ জন সাধারণ সদস্য এবং ৩ জন সংরক্ষিত সদস্য রয়েছে ।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, ৩ উপজেলার ২১ ইউনিয়ন চেয়ারম্যান পদে ১৪১ জনে প্রত্যাহার করেছেন ১৪ জন, মহিলা সদস্য পদে ২৩৫ জনে প্রত্যাহার করেছেন ৩ জনের এবং সাধারণ সদস্য পদে ৯৪৭ জনের ৫৬ প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

বুধবার (২৭ অক্টোবর) মাঠে থাকা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলায় মোট বৈধ প্রার্থী দাড়ালো ১২৪৯ জন।

জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেন এবং সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা জানান, গত ১৭ অক্টোবর ৩ উপজেলার এক হাজার ৩২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সদরে ভারুয়াখালী ইউনিয়নে ৬ জন চেয়ারম্যান, ১২ জন মহিলা মেম্বার, ৫২ জন সাধারণ সদস্য।

রিটার্নিং অফিসার ও সদরের নির্বাচন কর্মকর্তা শিমুল শর্মা জানান, বুধবার (২৭ অক্টোবর) পিএমখালী, ঝিলংজা, খুরুস্কুল ইউনিয়ন পরিষদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ হবে সদর উপজেলা পরিষদে, ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের প্রাথীদের প্রতীক বরাদ্দ হবে সদর উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে এবং চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের প্রতীক বরাদ্দ হবে সাবমেরিন অফিসের বিপরীতে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে।

এ ছাড়া মাঠে থাকা সকল প্রার্থীদের স্ব-স্ব রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে প্রতীক বরাদ্দে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সদর উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা।

Link copied!