সীতাকুণ্ডের বাড়বকুণ্ড সাগর উপকূলে তিনটি ডলফিন ভেসে এসেছে। ডলফিনের পেটের দিকের অংশ পচে গিয়েছে। মৃত ৩টি ডলফিন স্ত্রী প্রজাতির।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে জেলেরা উপজেলার বাড়বকুণ্ড মান্দারীটোলা সাগর উপকূলে তিনটি মৃত ডলফিন দেখতে পেয়ে বিষয়টি বন বিভাগকে জানান।
উপকূলীয় বন বিভাগের সীতাকুণ্ড রেঞ্জ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, “আমরা খরটি পেয়েছি সন্ধ্যায়। অন্ধকার নেমে আসায় মৃত ডলফিনগুলো উদ্ধার করতে পারেননি। আজ সকালে সেখানে লোক পাঠিয়ে ডলফিনগুলোকে মাটিচাপা দেওয়া হয়েছে।
গত ২০ আগস্ট উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর উপকূলেও একটি মৃত ডলফিন ভেসে আসে। এনিয়ে সম্প্রতি উপকূলে মোট ৪টি মৃত ডলফিন ভেসে এলো।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, তিনটি মৃত ডলফিন উপকূলে ভেসে আসার খবর পেয়ে বাড়বকুণ্ড উপকূলে গিয়েছি। তবে প্রাথমিক পর্যায়ে মনে হচ্ছে, উজানে কোথাও জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যেতে পারে। সেখান থেকে মৃত অবস্থায় উপকূলে ভেসে আসতে পারে।