• ঢাকা
  • সোমবার, ০৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ৯ সফর ১৪৪৬

আত্মগোপনে ৯ বছর থাকার পর আসামি গ্রেপ্তার


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৩, ২০২২, ০৭:১৬ পিএম
আত্মগোপনে ৯ বছর থাকার পর আসামি গ্রেপ্তার

৯ বছর আত্মগোপনে থাকার পর রাজশাহীর তানোরে মানবপাচার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আজাদ (৪০) নামে এক আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তানোর উপজেলার কামারগাঁর ভবানীপুর গ্রামের বাক্কার আলীর ছেলে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মানবপাচার মামলায় আদালত থেকে ১০ বছরের সাজা মাথায় নিয়ে ৯ বছর ধরে ঢাকায় আত্মগোপন করে ছিলেন আজাদ। গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ রানার নির্দেশনায় বুধবার (২২ জুন) বেলা ১১টার দিকে ঢাকার পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!