• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাও


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ১০:৫৩ এএম
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বিলবাও

বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে অ্যাথলেটিক বিলবাও স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে। চূড়ান্ত পর্বে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

প্রথম ১৫ সেকেন্ডের মধ্যেই বিলবাওয়ের জালে বল পাঠান জোয়াও ফেলিক্স। তবে সেটি অফসাইড ছিল। ম্যাচের ৬২তম মিনিটে গোলে এগিয়ে যায় মাদ্রিদের দলটি। তবে এটা হয়েছে সৌভাগ্যক্রমে। ফেলিক্সের হেডে গোল হওয়ার মতো সম্ভাবনা ছিল না। বল পোস্টে লাগলে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক সিমোন। তার পিঠে লেগেই বল জালে জড়ায়।

ম্যাচের ৭৭তম মিনিটে দলকে সমতায় ফেরান লোপেস।  তিন মিনিট পর জয়সূচক গোলটি করেন বিলবাওর উইলিয়ামস।

বুধবার বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়ে রোববারের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিলবাও শিরোপা ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হবে তাদের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!