জোহানেসবার্গে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা। এই মাঠে ছয়বারের চেষ্টায় এই প্রথম ভারতকে টেস্টে হারাতে পারল প্রোটিয়ারা। আগের পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল ভারত, বাকি তিন ম্যাচ ড্র হয়েছে।
দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক ডিন এলগার। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থেকেই শেষ করতে হয় তার ইনিংস। কারণ ততক্ষণে তিনি দলকে পৌঁছে দিয়েছেন জয়ের বন্দরে। ১৮৮ বলে ১০টি চার দিয়ে সাজানো তার ইনিংসটি । ম্যাচসেরাও হয়েছেন তিনিই।
বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ১২২ রান। হাতে ৮ উইকেট। মাত্র ১ উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা।
প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া পেসার শার্দুল ঠাকুর দ্বিতীয় ইনিংসে তেমন সুবিধা করতে পারেননি। পেয়েছেন মাত্র ১ উইকেট।
কেপ টাউনে আগামী মঙ্গলবার শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট।