মাউন্ট মাউনগানুইতে ব্যাট হাতে শাসন করছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের জবাবে এই মধ্যে লিড নিয়েছে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪৬ রান। লিড ১৮ রানের।
ব্যাট করছেন মোমিনুল হক (৮০*) ও লিটন দাস (৭০*)।
সিরিজের প্রথম টেস্টটিতে শুরু থেকেই দুর্দান্ত খেলছে বাংলাদেশ। কিউইদের ৩২৮ রানে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নামে টাইগাররা। যদিও দলীয় ৪৩ রানে ওপেনার সাদমান ইসলামকে (২২) হারায়। এরপর ১০৪ রানের দারুণ এক জুটি গড়েন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। জয় ব্যক্তিগত ৭৮ রানে ও শান্ত ব্যক্তিগত ৬৪ রানে আউট হন। এরপর জুটি গড়েন লিটন ও মোমিনুল। তার আগে ব্যক্তিগত ১২ রানে আউট হন মুশফিক।
লিটন ও মোমিনুলের জুটিতে এ পর্যন্ত ১৩৪ রান এসেছে। তাতেই ১৮ রানের লিড পায় বাংলাদেশ। হাফ সেঞ্চুরি পেরিয় দুই ব্যাটার এখন সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছে। দিনের আরো ২৩ ওভারের মতো বাকি। এই জুটি যদি ঠিকঠাক এগিয়ে যায় তবে ভালো রানের লিড নিয়ে দিন শেষ করতে পারবে বাংলাদেশ।