• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মাদ্রিদের মাঠে ইউনাইটেডের ড্র


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:৩৯ এএম
মাদ্রিদের মাঠে ইউনাইটেডের ড্র

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল আতলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় লেগের প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা মাদ্রিদ গোল পায় মাত্র সাত মিনিটেই। বাঁ দিক থেকে রেনান লোদির ক্রসে ডি-বক্সে জোয়াও ফেলিক্সের ডাইভিং হেডে বল পোস্টের ভেতরের দিকে লেগে জালে জড়ায়।

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বেশ গোল খরায় ভুগছেন। নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না এই তারকা। এই ম্যাচের ৩৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে একটি শট নেন তিনি। তবে দুর্বল শট গোল হওয়ার সম্ভাবনা ছিল না।

দ্বিতীয়ার্ধে ইউনাইটেড গোল পরিশোধের আশায় আক্রমণের ধার বাড়িয়ে দেয়। ম্যাচের ৮০ মিনিটে সুযোগও এসে যায়। বদলি হিসেবে মাঠে নামা এন্থনি ইলাঙ্গা দলকে সমতায় ফেরান। এই সুইডিশ তারকার গোলে ১-১ গোলের সমতায় পরাজয় এড়িয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় ইউনাইটেড।

খেলা বিভাগের আরো খবর

Link copied!