• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ০৫:২৩ পিএম
ভারতীয় ক্রিকেট দলে করোনার হানা

ক্রীড়াঙ্গনে করোনার প্রকোপ নতুন খবর নয়। এর আগে লিওনেল মেসিসহ  নানান ক্লাবের  ফুটবল তারকা ও কর্মকর্তারা আক্রান্ত হয়েছেন।

ক্রিকেটেও কঠোর সতর্ক অবস্থানের পরও থামছে না কোভিড-১৯ এর ছোবল। এবার করোনা হানা দিয়েছে ভারতের জাতীয় ক্রিকেট দলে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার জন্য এ সপ্তাহের সোমবার ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা আমেদাবাদ পৌঁছান। নিয়মানুযায়ী সেখানে পৌঁছানোর পরই তাদের করোনা পরীক্ষা হয়।

রিপোর্টে দেখা যায়, ওয়ানডে দলে থাকা তিন ক্রিকেটার শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড়ের পজিটিভ এসেছে। শুধু তাই নয়, রিজার্ভ টিমে থাকা নবদীপ সাইনিরও রিপোর্ট পজিটিভ আসে।

এছাড়া ভারতের টি-টোয়েন্টি দলের সদস্য অক্ষর প্যাটেলও করোনায় আক্রান্ত। এছাড়া টিমের তিনজন সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে।

ক্রিকেটারদের এখন আইসোলেশনে আলাদা রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থার উন্নয়ন না ঘটা পর্যন্ত ম্যাচ খেলতে পারবেন না।

খেলা বিভাগের আরো খবর

Link copied!