• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ব্রাভো এখন বরিশালে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২২, ০৭:৫৫ পিএম
ব্রাভো এখন বরিশালে

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, আর ইউনিভার্সাল বস ক্রিস গেইলের সঙ্গে এবার বিপিএলে বরিশাল ফরচুন দলে যোগ দিলেন ডোয়াইন ব্র্যাভো। গেইলের পর শ্রীলংকার ধানুশকা গুনাথিলাকাকে না পেয়ে আরেক উইন্ডিজকে দলে ভেড়াল বরিশাল।

আফগান স্পিনার মুজিব উর রহমানের সঙ্গে ব্রাভো দলের শক্তি আরও বাড়াবে বলেই আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, শ্রীলঙ্কান ব্যাটার গুনাথিলাকাকে বাংলাদেশে এসে খেলার অনুমতি দেয়নি লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)। ফলে বিপিএলের এ আসরে অংশগ্রহণ করা হচ্ছে না তার।

আর তাই দ্রুত সময়ের মধ্যে তার বদলি ব্রাভোকে খুঁজে নিয়েছে বরিশাল ফরচুন। ক্যারিবীয় অলরাউন্ডার ‘চ্যাম্পিয়ন’ খ্যাত ব্র্যাভো গত টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে জাতীয় দল থেকে অবসর নিলেও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন তিনি।

অবসরের বিপিএলই হবে ডোয়াইন ব্রাভোর প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এর আগে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন ৩৬ বছর বয়সী ব্রাভো।

Link copied!