যুব বিশ্বকাপের ফাইনালে গতকাল শনিবার (৫ ফেব্রুয়ারি) মাঠে নামে ভারত-ইংল্যান্ড। সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতই ছিল এগিয়ে। মাঠে হলোও তাই। ইংলিশদের হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলল ভারত।
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারানোর পরপরই বোর্ডের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ রুপি আর্থিক পুরস্কার দেওয়ার কথা।
ভারত ম্যাচ জয়ের পরেই প্রথমে টুইট করেন সচিব জয় শাহ। টুইট বার্তায় তিনি জানান, আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য ভারতের প্রত্যেক ক্রিকেটারকে ৪০ লক্ষ এবং প্রত্যেক সাপোর্ট স্টাফকে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে। তোমরা সবাই দেশকে গর্বিত করেছ।
এই টুইটের ১১ মিনিট পর ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও টুইট বার্তায় একই কথা জানান। তিনি লেখেন, দুর্দান্তভাবে বিশ্বকাপ জয়ের জন্য অনূর্ধ্ব-১৯ দলের প্রত্যেক ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন। যদিও তাদের প্রচেষ্টাকে কোনো মূল্য দিয়েই মাপা যাবে না তবে তাদের কৃতিত্বকে সম্মান জানাতে ৪০ লক্ষ টাকার সামান্য আর্থিক পুরস্কার দেওয়া হচ্ছে বোর্ড থেকে।
আরও পড়ুন- যুব বিশ্বকাপে ভারতের পঞ্চম শিরোপা জয়