• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ শুরু পরাজয়ে


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ১২:৫৩ পিএম
বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ শুরু পরাজয়ে

যুব বিশ্বকাপের শুরুটা ভালো হলো না বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের। সেন্ট কিটসে রোববার ‘এ’ গ্রুপের ম্যাচে ইংল্যান্ড টাইগারদের বিপক্ষে ৭ উইকেটে জয় তুলে নিয়েছে। বাংলাদেশের কষ্টার্জিত ৯৭ রান অনায়াসেই টপকে গেছে ইংলিশরা।

প্রথম ম্যাচ খেলতে নেমে মাত্র ৫১ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ উইকেটে রিপন মণ্ডল ও নাইমুর রহমানের ৪৬ রানের জুটি আশার আলো দেখালেও দলীয় রান ১০০ পার করতে পারেনি। শেষ ব্যাটার হিসেবে সর্বোচ্চ ৩৩ রান করে অপরাজিত থাকেন রিপন।

ইংল্যান্ডের জশুয়া বয়ডেন ১৬ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসে ধস নামান।

মাত্র ৯৮ রানের লক্ষ্য তাড়ায় দ্রুত দুই উইকেট হারালেও জ্যাকব বেথেল ও জেমস রিউয়ের জুটিতে ভর করে ইংল্যান্ড পৌঁছে যায় জয়ের দ্বারপ্রান্তে। বেথেল ৪৪ রান ও রিউ ২৬ রানে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন। ফলে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছায় ইংলিশরা। আগামী বৃহস্পতিবার কানাডার বিপক্ষে ম্যাচে খেলবে বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!