বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের ২০০৭ সালে জাতীয় দলে অভিষেক ঘটে। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে দলের উত্থান-পতন কম দেখেননি। বিষাদে যেমন ডুবেছেন, তেমনি জয়ের আনন্দেও ভেসেছেন।
এবার দক্ষিণ আফ্রিকার সিরিজ বাংলাদেশের জন্য পয়মন্ত। প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ওয়ানডে ম্যাচে হারানোসহ সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ৩৮ রানে জেতে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নেয় তারা। তৃতীয় ম্যাচে তাসকিন আহমেদের বোলিং তোপে দাপট দেখিয়ে ৯ উইকেটে সিরিজ নিশ্চিত করে টাইগাররা।
দলের এই ঐতিহাসিক জয়কে সেরা তিনে রাখছেন দলের অধিনায়ক তামিম।
তামিম বলেন, “সত্যিই আমাদের জন্য আনন্দের। এ রকম মানসম্পন্ন দলের বিপক্ষে সিরিজ জয়, এটা নিঃসন্দেহে শীর্ষ তিনে থাকবে। দল যেভাবে খেলেছে, আমি গর্বিত।”
তামিম আরও বলেন, “দক্ষিণ আফ্রিকায় সিরিজ জেতা কঠিন কাজ। জানুয়ারিতে ওরা পূর্ণশক্তির ভারতকে ৩-০-তে হারিয়েছে। আমাদের বিশ্বাস ছিল যে জিততে পারি। তবে এটাও জানতাম, ওদের বিপক্ষে সিরিজ জিততে হলে খুব ভালো খেলতে হবে। আমরা পেরেছি।”