এক বছরও হয়নি স্পেন ছেড়ে প্যারিসে পাড়ি জমিয়েছেন বিশ্বসেরা ফুটবল তারকা লিওনেল মেসি। এরই মধ্যে জানা গেছে, পিএসজিতে খুব একটা ভালো নেই তিনি। ফিরতে চান পুরনো ক্লাব বার্সেলোনায়।
মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি এ ব্যাপারে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে গোপনে ফোনালাপও সেরেছেন। এমন খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর।
গত গ্রীষ্মে কাতালান ক্লাব থেকে প্যারিসে পাড়ি জমান মেসি। ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন প্যারিসে যাওয়ার পর নিজেকে খুঁজে ফিরছেন। পিএসজির হয়ে ১৯টি ম্যাচে ঘরের মাঠে মাত্র দুটি গোল পেয়েছেন।
বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগে করিম বেনজেমার দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে যায় পিএসজি। যার ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।
এর পরের ম্যাচে লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে মাঠে নামলে ভক্তরা মেসি ও নেইমারকে উদ্দেশ্য করে দুয়ো ধ্বনি দিতে থাকেন। যা হজম করতে পারেননি এই সাবেক বার্সেলোনা তারকা।
ফুটবল বিষয়ক অনলাইন সংবাদমাধ্যম নাইন্টি মিনিটস জানিয়েছে, ক্লাব ছাড়ার কথাও ভাবছেন মেসি। তাকে বার্সেলোনায় ফেরাতেই কাজ করছেন বাবা জর্জ মেসি।
বার্সেলোনার সাথে নাকি কয়েক দফা এই বিষয়ে আলোচনাও হয়েছে তার। যদিও ক্লাবের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু বলা হয়নি।