• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিল বরিশাল


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ০২:৪০ পিএম
ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম ম্যাচ মাঠে গড়িয়েছে সোমবার দুপুরে। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার ঢাকা ও ফরচুন বরিশাল। ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা।

মাত্র ২১ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। ২৩ রানে ৩ উইকেটের পতন ঘটলে বিপাকে পড়ে সাকিব আল হাসানের দল। তবে অধিনায়কের ২৩, ক্রিস গেইলের ৩৬ ও ডোয়াইন ব্রাভোর অপরাজিত ৩৩ রানে ভর করে স্কোরবোর্ডে ১২৯ রানের স্বল্প পুঁজি গড়তে সক্ষম হয় বরিশাল।

রোববারই গেইল দেশে এসেছেন এবং আভাস দিয়েছিলেন ভালো ব্যাটিংয়ের। তারই কিছুটা প্রতিফলন আজকের ম্যাচে দলের পক্ষে সর্বোচ্চ রান। ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা দুটি করে উইকেট লাভ করেন। একটি করে উইকেট পান রুবেল হোসেন, শুভাগত হোম, হাসান মুরাদ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে ঢাকা। এর আগের দুই ম্যাচেই টানা হেরেছে মিনিস্টার ঢাকা। বরিশালের এটি দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা জয় পেয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!