ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত বেশ দাপট দেখাচ্ছে৷ ওয়ানডে সিরিজ জয় হয়েছে আগেই। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথেও এগিয়ে গেল স্বাগতিকরা।
গত কাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে রোহিত শর্মারা। টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠায় ভারত।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে উইন্ডিজের প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৪ রানেই। এরপর হাল ধরেন আরেক ওপেনার কাইল মায়ার্স ও নিকোলাস পুরান। মায়ার্স ৩১ রানে ফিরে গেলেও অর্ধশতক রান পূর্ণ করেন নিকোলাস। তার ব্যাট থেকে আসে ৪৩ বলে ৬১ রান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ১৫৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে ১৫৮ রানের লক্ষ্যে দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান দলকে সহজ জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। রোহিত ১৯ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছয়ে ৪০ রানের ইনিংস উপহার দেন। কিশানের ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৫ রান।
এছাড়া সূর্যকুমার যাদব ও ভেঙ্কটেশ আইয়ারও বেশ ভালো রান যোগ করেন। সূর্যকুমার অপরাজিত থাকেন ৩৪ রানে। আর ভেঙ্কটেশ ১৩ বলে অপরাজিত থাকেন ২৪ রানে। মাত্র ১৮.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।