নোভাক জোকোভিচের অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল বহাল রাখার আদালতের সিদ্ধান্ত দুঃখজনক এবং টেনিসের ক্ষতি বলে মন্তব্য করেছে পুরুষদের টেনিস পরিচালনাকারী সংস্থা এটিপি।
অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জোকোভিচকে দেশে পাঠাতে প্রস্তুত ছিল। কারণ, ফেডারেল আদালত তার ভিসা বাতিল করার সরকারি সিদ্ধান্তকে বহাল রাখে। জোকোভিচের কোভিড-১৯-এর টিকা না দেওয়া দেশের জন্য ঝুঁকি তৈরি করেছে।
এ সিদ্ধান্ত এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন থেকে ৩৪ বছর বয়সী সার্বিয়ানকে ছিটকে দিয়েছে। এই টুর্নামেন্টে সে গত তিনটি সংস্করণসহ রেকর্ড নয়বার জিতেছে। জোকোভিচের ভিসা কাহিনি বিশ্বজুড়ে শিরোনাম ছিল।
পুরুষদের টেনিস নিয়ন্ত্রক সংস্থা আগে বলেছিল যে পুরুষদের শীর্ষ ১০০ জন খেলোয়াড়ের ৯৭ শতাংশ কোভিড-১৯-এর টিকা নিয়েছে। এমনকি এটিপি খেলোয়াড়দের টিকা নেওয়ার জন্য দৃঢ়ভাবে সুপারিশ করে চলেছে।
এটিপি বলেছে, “নোভাক আমাদের খেলার অন্যতম সেরা চ্যাম্পিয়ন এবং অস্ট্রেলিয়ান ওপেনে তার অনুপস্থিতি খেলার জন্য ক্ষতিকর। আমরা জানি সাম্প্রতিক দিনগুলো নোভাকের জন্য কতটা বাজে সময় ছিল এবং সে উদগ্রীব ছিল মেলবোর্নে তার শিরোপা রক্ষা করতে। আমরা তাকে শুভকামনা জানাই এবং শিগগির তাকে আবার কোর্টে দেখার জন্য উন্মুখ হয়ে আছি।”