• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

করোনায় আক্রান্ত টাইগার ব্যাটিং কোচ সিডন্স


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ১১:৩৭ পিএম
করোনায় আক্রান্ত টাইগার ব্যাটিং কোচ সিডন্স
ছবি সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলে সদ্য নিযুক্ত ব্যাটিং কোচ জেমি সিডন্স। শরীরে মৃদু উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ এসেছে। তবে করোনা পজিটিভ হলেও সিডন্স শারীরিকভাবে ভালো আছেন। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃদু কিছু উপসর্গ থাকায় তার করোনা পরীক্ষা করা হয়েছে। ফলাফল পজিটিভ এলেও তিনি ভালো আছেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ঢাকায় আসেন তিনি। বিমানবন্দরে নেমে সোজা চলে যান হোটেলে। পরদিন বিসিবির সঙ্গে মিরপুরে মিটিংয়ে বসেন সাবেক টাইগার হেড কোচ।    

বাংলাদেশে এসেই কাজে নেমে পড়েন সিডন্স। ঢাকা পর্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখার পর ছুটে যান সিলেটে। তবে তার কাজের পরিধি নিয়ে কৌতূহল ছিল। ঢাকায় ফিরে গতকালও ছিলেন মাঠে। 

করোনায় আক্রান্ত হবার কারণে সিডন্সকে আপাতত হোটেলে আইসোলেশনে থাকতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হোটেলেই চলবে তার চিকিৎসা।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জেমি সিডন্স। এবার এসেছেন বিসিবির ব্যাটিং পরামর্শক হয়ে। তবে অ্যাশওয়েল প্রিন্স পদত্যাগ করায় তিনিই এখন বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব নেবেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!