• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কত টাকায় মিলবে আফগান সিরিজের টিকিট?


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২২, ১২:৫৩ পিএম
কত টাকায় মিলবে আফগান সিরিজের টিকিট?

দুই দিন পরই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। আফগান সিরিজ দিয়ে আবার মাঠে ফিরবে দর্শক। 

রোববার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে চার ক্যাটাগরিতে টিকিটের মূল্য রাখা হয়েছে। ১৫০ টাকা থেকে বিভিন্ন ক্যাটাগরিতে ১ হাজার টাকা টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে।
 
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ধারণক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। সব কটি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!