বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে গত শনিবার ঢাকায় আসে আফগানিস্তান ক্রিকেট দল। পরদিন দল সোজা চলে যায় সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করতে। কিন্তু মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি জানা যায়, বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ১২ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত। যেখানে ৮ ক্রিকেটার, ৩ জন টিম সাপোর্ট স্টাফ এবং একজন ক্রিকেটারের স্ত্রী।
কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, ২৪ ঘণ্টা যেতে না যেতেই করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে!
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র থেকে বলা হয়, ‘আজ (বুধবার) সবার করোনা টেস্টে ফল নেগেটিভ এসেছে। তারা সবাই সুস্থ আছেন। আগামীকাল থেকে সবাই ক্যাম্প শুরু করতে পারবেন।’
সিলেটে আফগানদের ক্যাম্প চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। এরপরই পাড়ি জমাবে বন্দর নগরী চট্টগ্রামে। পিএসএল শেষ করে আগামী ২০ ফেব্রুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন রশিদ খান ও মোহাম্মদ নবী।
আগামী ২৩ ফেব্রুয়ারি সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি মাঠে নামবে দুই দল। এরপর বাংলাদেশ ও আফগানিস্তান দল ঢাকায় ফিরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।