• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইমাম-আজহারের সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৭:৩৩ পিএম
ইমাম-আজহারের সেঞ্চুরিতে পাকিস্তানের রানের পাহাড়
ছবি সংগৃহীত

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে গেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। টেস্ট সিরিজের শুরুতে খেলতে নেমে পাকিস্তানি ব্যাটারদের সামনে নাস্তানুবাদ হয়েছে অজি বোলারদের লাইন আপ। পাকিস্তানি দুই ব্যাটার ইমাম-উল হক এবং আজহার আলির সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছেন বিশাল রানের পাহাড়।

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনে ৪ উইকেটে ৪৭৬ রান করে ইনিংস ঘোষণা করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আলোর স্বল্পতার কারণে দিন শেষ হওয়ার আগে ১ ওভার ব্যাট করে ৫ রান করেছে সফরকারীরা। ফলে এখনও ৪৭১ রান পিছিয়ে অস্ট্রেলিয়া। যদিও তাদের হাতে রয়েছে ১০ উইকেট।

প্রথম দিনের ১ উইকেটে ২৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে এদিন আরও ৬৮ রান রানের জুটি গড়েন ইমাম ও আজহার। তাদের ২০৮ রানের জুটি ভাঙ্গে কামিন্সের বলে এলবিডব্লিউ হয়ে ইমাম ফিরে গেলে। ১২ টেস্টের ক্যারিয়ারে এই ব্যাটার প্রথম সেঞ্চুরি তুলে ৩৫৮ বলে খেলেছেন ১৫৭ রানের ইনিংস।

এরপর আজহার আলী করেছেন তার ক্যারিয়ারের উনিশতম টেস্ট সেঞ্চুরি। আজহার আলির সামনে ডাবল সেঞ্চুরি করার সুযোগ ছিল। কিন্তু ৩৬১ বলের ইনিংস শেষ হয় ১৮৫ রানে। তাকে ফেরান মারনাস লাবুশেন। 

এছাড়া অধিনায়ক বাবর আজম ৩৬ রান করে রান আউট হয়ে ফিরে যান। এরপর মোহাম্মদ রিজওয়ান ২৯ রানে এবং ইফতিখার আহমেদ ১৩ রানে অপরাজিত থাকলে ১৬২ ওভার খেলা পাকিস্তান ৪ উইকেটে ৪৭৬ রানে তাদের ইনিংস ঘোষণা করে। 

অস্ট্রেলিয়ার হয়ে ১টি করে উইকেট নিয়েছেন নাথান লিয়ন, প্যাট কামিন্স এবং মার্নাস ল্যাবুশেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!