বাংলাদেশের মানুষ যখন ঘুম থেকে জেগে উঠছে কেবল, তখন নিউজিল্যান্ডের মাটি বাংলাদেশকে উপহার দিল দারুণ এক সকাল। টেস্ট র্যাঙ্কিংয়ের দুই নম্বর দল নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে টাইগাররা। অবিশ্বাস্য জয় হলেও এই জয়টা ভুলে যেতে চান অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছিল না। চারদিকে কেবল সমালোচনা। দরকার ছিল এমন একটা স্বস্তির জয়। নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুই এনে দিল দলের জন্য স্বস্তির এক দিন। কিউইদের ৮ উইকেটে পরাস্ত করেছে টাইগার বাহিনী। তবে এই টেস্টের আনন্দ নিয়ে পড়ে থাকতে নারাজ দলের অধিনায়ক। সবটুকু মনোযোগ দিতে চান ক্রাইস্টচার্চ টেস্টে।
মুমিনুল বলেন, “গত দুই বছরে টেস্টে আমরা ভালো করিনি। এই জয়টা দরকার ছিল। সবাই জয়ের জন্য মরিয়া ছিল। দলীয় প্রচেষ্টার ফল এই জয়। তবে এই জয় দ্রুত ভুলে ক্রাইস্টচার্চ টেস্টে মনোযোগ দিতে চাই।”