• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

উইজডেনের বর্ষসেরা ইবাদত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৪:০৯ পিএম
উইজডেনের বর্ষসেরা ইবাদত

ইবাদত হোসেনের অনবদ্য এক বোলিং স্পেলেই নিউজিল্যান্ডের মাটিতে ২০২২ সালে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার উইজডেনের  বিচারে বর্ষসেরা টেস্ট স্পেল নির্বাচিত হয়েছে সেটি।

গত বছরের জানুয়ারিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের প্রথম ইনিংসেও বড্ড সাদামাটা ছিলে ইবাদত। তিনি কেন টেস্ট দলে, এই প্রশ্নও তখনও চলমান।

তবে সবকিছুর জবাব দিতে ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসকেই বেঁছে নিয়েছিলেন ইবাদত। ২১ ওভার বোলিং করে ৪৬ রান দিয়ে ছয় উইকেট নিয়ে গুড়িয়ে দিয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ।

ইবাদতের তোপে মাত্র ১৬৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড আর বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৪০ রান। দুই উইকেট হারিয়ে সেই রান তুলে ঐতিহাসিক এক জয় পায় বাংলাদেশ।

তার এই স্পেলের সৌজন্যেই অবিশ্বাস্যভাবে প্রথমবার কিউইদের মাটিতে লাল বলের ক্রিকেটে জয় পায় টাইগাররা। দুরন্ত এই স্পেলকে এবার পুরস্কৃত করলো উইজডেন।

উইজেডনের বর্ষসেরা স্পেল জিততে ইবাদত পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, ইংল্যান্ডের অলি রবিনসন ও শ্রীলঙ্কার প্রবথ জয়সুরিয়াকে।

Link copied!