• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ২ জ্বিলকদ ১৪৪৫

৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে উইফেনের বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২৩, ১১:১১ এএম
৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে উইফেনের বিশ্ব রেকর্ড
ড্যানিয়েল উইফেন। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের ড্যানিয়েল উইফেন রোমানিয়ায় ইউরোপীয় শর্ট কোর্স চ্যাম্পিয়নশিপে তার তৃতীয় স্বর্ণপদক জিতে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েছেন। 

২২ বছর বয়সী উইফেন ৭ মিনিট ২০.৪৬ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেন। তিনি অস্ট্রেলিয়ার গ্রান্ট হ্যাকেটের রেকর্ড থেকে দুই সেকেন্ড কম সময় নেন। ১৫ বছর ধওে রেকর্ডটি ছিল হ্যাকেটের দখলে। ইভেন্টে ফ্রান্সের ডেভিড অউব্রি  রৌপ্যপদক জিতেছেন।

উইফেন এই সপ্তাহে ১৫০০ মিটার এবং ৪০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণপদকও জিতেছেন।

তিনি বিবিসি স্পোর্টকে বলেন, ‘এটা আশ্চর্যজনক। অনেকেই বলেছিল যে, আমি বিশ্ব রেকর্ড ভাঙতে পারি। আমি বিষয়টিকে আড়ালে রাখার চেষ্টা করছিলাম, যদিও রেকর্ড ভাঙার একটা স্বপ্ন ছিল আমার। অবশেষে সাফল্য লাভের পর আমি দারুণ শিহরিত।’

বুখারেস্টে এই ইভেন্টে তৃতীয় স্থান লাভ করেন ইউক্রেনের মাইখাইলো রোমানচুক।

রোববারের এই শিরোপা জয় উইফেনের জন্য একটি অসাধারণ সপ্তাহ শেষ হলো। গত মঙ্গলবার ৪০০ মিটার ফ্রিস্টাইলে তার স্বর্ণপদক জয় ছিল ইউরোপীয় শর্ট কোর্স চ্যাম্পিয়নশিপে প্রথম কোনো আইরিশ সাঁতারুর সাফল্য।  এরপর বৃহস্পতিবার ১৫০০ মিটার ফ্রিস্টাইলে তিনি ১৪:০৯.১১ সময় নিয়ে প্রথম স্থান নলাভ করেন। 

প্যারিসে ২০২৪ সাালের অলিম্পিকের দিকে তাকিয়ে এখন উইফেন। সেখানেও তিনি তার সাফল্য অব্যাহত রাখতে বদ্ধপরিকর।  
 

Link copied!