• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

হঠাৎ মিরপুরে কেন তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ০৬:৫৫ পিএম
হঠাৎ মিরপুরে কেন তামিম

তামিম ইকবাল ক্রিকেট থেকে হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়ে পুনরায় আবার দলে ফিরে আসেন। এরপর আবারও ওয়ানডে দলের নেতৃত্ব ছেড়ে দেন খান সাহেব। এত কিছুর পর রোববার (৬ আগস্ট) প্রথমবারের মত মিরপুরে এসেছিলেন টাইগার ব্যাটার। ইদানিং তামিম যেন হঠাৎ করেই যে কোনো সিদ্ধান্ত নিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এবার হঠাৎ করে মিরপুরে দেখা গেল তামিমকে। তিনি হোম অফ ক্রিকেটে এসেছিলেন মেডিকেল বিভাগে।

এশিয়া কাপকে সামনে রেখে জাতীয় দলের খেলোয়াড়রা ফিটনেস ক্যাম্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তখন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ককে মিরপুরে বিসিবির মেডিকেল বিভাগে ডুকতে দেখা যায়। এরপর সেখান থেকে বের হয়ে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগে কিছু সময় পার করে মিরপুর থেকে চলে যান তিনি। তামিম হয়তো নিজের শারীরিক অবস্থা এবং পরবর্তী কার্যক্রম সম্পর্কে আলোচনা করতেই হোম অফ ক্রিকেটে এসেছিলেন।

লন্ডনে কোমরের ইনজুরির চিকিৎসা নিয়ে ৩১ জুলাই বাংলাদেশে আসেন তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খান সাহেবের এক সপ্তাহ বিশ্রামে কাটাতে হবে। পরের সপ্তাহ থেকে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে পারবেন এবং পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করতে পারবেন।

পুনর্বাসন প্রক্রিয়া ঠিক মত শেষ করতে পারলে দুই সপ্তাহ পর থেকে ফিরতে পারবেন অনুশীলনে। এক প্রকার নিশ্চিত যে তাকে ছাড়া এশিয়া কাপে খেলতে যাবে টাইগাররা। তবে সবঠিক থাকলে এশিয়া কাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে তামিম মাঠে ফিরবেন।

Link copied!