• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

হঠাৎ কেন মোস্তাফিজ দেশে ফিরলেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০১:৩১ পিএম
হঠাৎ কেন মোস্তাফিজ দেশে ফিরলেন
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ভারত থেকে গতকাল (২ এপ্রিল) রাতে দেশে ফিরে এসেছেন মোস্তাফিজুর রহমান। জানা গেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে জরুরি ভিত্তিতে তিনি ঢাকায় ফিরেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের পরবর্তী ম্যাচের আগেই দলটির সঙ্গে যোগ দেবেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার।
এবারের আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মোস্তাফিজ। আইপিএলের শুরু থেকেই দলটির একাদশে নিয়মিত এই বাঁহাতি। ৩ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়ে মোস্তাফিজই এখন পর্যন্ত আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন।
দারুণ ফর্মে থাকা এই বাঁহাতি পেসারকে পরের ম্যাচেও একাদশে পেতে চাইবে চেন্নাই। ৫ এপ্রিল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাই খেলবে এবারের আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ।

Link copied!