• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কাকে ‘মীরজাফর’ বললেন সাকিবপত্নী শিশির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৩, ০১:৪১ পিএম
কাকে ‘মীরজাফর’ বললেন সাকিবপত্নী শিশির
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

ওয়ানডে বিশ্বকাপের বাকি আর মাত্র ২ দিন। বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরে সবথেকে বড় ইস্যু বা আলোচনার বিষয়বস্তু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের বিশ্বকাপ দলে না থাকার পেছনের বড় কারণ সাকিব বলেই মনে করেন ভক্তরা। ভক্তদের দাবি অধিনায়ক সাকিবের ইচ্ছাতেই দলে নেই তামিম। এমনকি সাকিবকে বিশ্বাসঘাতক মীরজাফর ডাকতেও ছাড় দেননি তারা।

যদিও এক সাক্ষাৎকারে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া সাকিব জানিয়েছেন, তামিমের বিষয়ে তার কোনো ভূমিকা ছিল না। তার পাঁচ ম্যাচ খেলা কিংবা মিডল অর্ডারে ব্যাটিং করার বিষয়ে তিনি কিছু জানতেন না। এরইমধ্যে সাকিবের ছবিসংবলিত আইসিসির এক পোস্টার শেয়ার করেছেন তার স্ত্রী শিশির উম্মে আল হাসান। সেখানেও উঠে এসেছে মীরজাফর প্রসঙ্গ।

আইসিসির ওই পোস্টারে ভারত বিশ্বকাপ খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকা প্রকাশ করেছে। তাতে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে জায়গা করে নিয়েছেন টাইগার অধিনায়ক। সেই পোস্ট শেয়ার করে ক্যাপশনে সাকিবপত্নী শিশির লিখেছেন, “ওহ ড্যাম (ধুর ছাই) মীরজাফর ওখানে কীভাবে গেল, নিশ্চিত এটা মিথ্যা।”

আইসিসির ওই পোস্টারে বিশ্বসেরা অলরাউন্ডার ছাড়াও আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও ভারতের মোহাম্মদ শামি। তাদের ছবি ও নামের পাশে বিশ্বকাপে নেওয়া তাদের উইকেটের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নেওয়া বোলারদের মধ্যে তারা পাঁচজনই সর্বোচ্চ উইকেটশিকারি। অজি পেসার স্টার্কের নামের পাশে আছে ৪৯ উইকেট। এরপর বোল্ট নিয়েছেন ৩৯ উইকেট। সাউদির বিশ্বকাপে উইকেট সংগ্রহ ৩৪। ভারতের শামি পেয়েছেন ৩১ উইকেট।

বিশ্বকাপে এখন পর্যন্ত সাউদির মতো ৩৪ উইকেট শিকার করেছেন সাকিব। তাতে এখনো খেলে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় আছেন তিনি। যার মধ্যে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে নিয়েছেন ১১ উইকেট। ২০১১ ও ২০১৫-এই দুই বিশ্বকাপে ৮টি করে উইকেট নিয়েছেন সাকিব। আর ২০০৭ বিশ্বকাপে নিয়েছেন ৭ উইকেট।

খেলা বিভাগের আরো খবর

Link copied!