• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

কোথায় গেল জামাল-কাবরেরা-সাবিনার ভোট


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৪, ০১:৪৭ পিএম
কোথায় গেল জামাল-কাবরেরা-সাবিনার ভোট
ছবি: প্রতীকী

ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি ‘ফিফা দ্য বেস্ট’ আবারও নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ডের সমান পয়েন্ট পেলেও মেসি প্রথম হয়েছেন জাতীয় দলের অধিনায়কদের ভোটে প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায়। শুধু অধিনায়কই নন, জাতীয় দলগুলোর কোচ, বিভিন্ন দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধি ও সাধারণ ফুটবল-ভক্তরাও ভোট দিয়েছেন বছরের সেরা খেলোয়াড় নির্বাচনে।

ভোট দিয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরাও। জামাল সেরা পুরুষ খেলোয়াড় নির্বাচনে প্রথম স্থানে রেখেছেন মেসিকেই। এরপর হলান্ডকে ভোট দেওয়া জামালের তৃতীয় সেরা খেলোয়াড় ছিলেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনা।

বাংলাদেশের স্প্যানিশ কোচ কাবরেরার সেরা তিনেই নেই মেসি। স্প্যানিশ কোচের চোখে ২০২৩ সালে সেরা ফুটবলার হালান্ড। কাবরেরার দ্বিতীয় সেরা রদ্রি, তৃতীয় সেরা ইলকায় গুনদোয়ান।

বাংলাদেশের সংবাদকর্মীদের প্রতিনিধি হিসেবে ভোট দিয়েছেন রায়হান মাহমুদ। তার চোখে হালান্ডই সেরা। মেসিকে তিনি রেখেছেন দুইয়ে। কাবরেরার মতো তার চোখেও তৃতীয় সেরা গুনদোয়ান।

সেরা পুরুষ কোচের নির্বাচনে বাংলাদেশের তিনটি ভোটই পেয়েছেন ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা।

মেয়েদের বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচনে বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুনের পছন্দের ক্রম ছিলেন হিনাতা মিয়াজাওয়া, স্যাম কার ও অ্যালেক্স গ্রিনউড। তাদের কেউ জায়গা পাননি সেরা তিনে।

নারী দলের কোচ সাইফুল বারীর ভোট পড়েছে সেরা নারী ফুটবলার হওয়ার আইতানা বোনমাতির বাক্সেই।সংবাদমাধ্যমের প্রতিনিধি মুজিবুর রহমানও সেরা খেলোয়াড়ের ভোট দিয়েছেন বোনমাতিকে।
 

Link copied!