এরআগে, আটবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিয়েছে বাংলাদেশ। এবার নবমবারের মতো খেলবে। প্রথমবারের মতো ২০ দল নিয়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতায় ‘ডি’ গ্রুপে খেলবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া আসরের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষরা হলো দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।
ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ঝড়ের কারণে ২৮ মে ডালাসে যুক্তরাষ্ট্র দলের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এখন শেষ প্রস্তুতি ম্যাচে ১ জুন নিউইয়র্কে ভারতকে মোকাবিলা করবে টাইগাররা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ২ জুন শুরু হয়ে চলবে ২৯ জুন পর্যন্ত। বাংলাদেশ দল তাদের অভিযান শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর একে একে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের মুখোমুখি হবে তারা।
প্রথম দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রে খেলার পর গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ম্যাচগুলো হবে যথাক্রমে ডালাস ও নিউইয়র্কে। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে ম্যাচগুলোর ভেন্যু সেন্ট ভিনসেন্ট।
ডালাসে ৮ জুন সকাল সাড়ে ৬টায় শ্রীলঙ্কা, নিউইয়র্কে ১০ জুন রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকা, সেন্ট ভিনসেন্টে ১৩ জুন রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডস এবং সেন্ট ভিনসেন্টে ১৭ জুন ভোর সাড়ে ৫টায় নেপালের মোকাবিলা করবে বাংলাদেশ। সুপারএইটে উঠলে ম্যাচের সংখ্যা বাড়বে। আর না উঠলে দেশে ফিরে আসতে হবে।