• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন তামিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৫, ০৬:০৮ পিএম
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন তামিম

কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বিপদের সেই সময় পার করে এখন তিনি কিছুটা সুস্থ হয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন। এই বিশেষ দিনে ভক্ত-সমর্থকদেরও শুভেচ্ছা জানাতে ভুলেননি।

আর তাই তো আজ ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, “আল্লাহ এবারের ঈদে আপনাকে স্বাস্থ্য, আনন্দ ও উন্নতি দান করুন। ঈদ মোবারক।”

গত ২৪ মার্চ বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তামিম। দ্রুত তাকে সিপিআর দেওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হার্টে রিং পরানো হয়।  

এভারকেয়ার হাসপাতালে দুই দিন চিকিৎসা নেওয়ার পর ২৮ মার্চ তিনি বাড়ি ফিরে যান। এবার ঈদটা তাই পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন তামিম। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি তিনি। হয়তো সেই কারণেই তার ঈদ শুভেচ্ছায় সবার সুস্বাস্থ্যের জন্য বিশেষ প্রার্থনা ছিল।

Link copied!