• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

বৃথা বাবরের সাহসিকতা, ফল বিহীন ম্যাচ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২২, ০৬:৩২ পিএম
বৃথা বাবরের সাহসিকতা, ফল বিহীন ম্যাচ
ছবি: সংগ্রহীত

দিনের খেলা তখনও ১৫ ওভার বাকি, পাকিস্তান ম্যাচ বাঁচাতে ব্যস্ত। আচমকাই সবাইকে অবাক করে ইনিংস ঘোষণা করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১৫ ওভারে ১৩৮ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেয় হারায় নিউজিল্যান্ড।

তবে এরপর জয়ের লক্ষ্যেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন কিউই ব্যাটাররা। তবে শেষ পর্যন্ত আর খেলাই শেষ হয়নি, আলোক স্বল্পতায় ৭.৩ ওভার বাকি থাকতেই খেলা শেষ করেন আম্পায়ররা। ফলে বাবর সাহস দেখালেও কোনো লাভ হলো না, শেষ পর্যন্ত ম্যাচের ফল ড্র– হলো।

 এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৩৮ রানের জবাবে ৬১২ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ১৭৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে চতুর্থ দিনের শেষভাগে দুই উইকেট হারায় পাকিস্তান।

কার্যত শেষদিনে পাকিস্তানের হারই সবচেয়ে সম্ভাব্য ফল মনে হচ্ছিল। অন্যদিকে পাকিস্তানের মূল লক্ষ্য ছিল সারাদিন ব্যাটিং করে ম্যাচ বাচানো। কিন্তু শেষ দিনে ওপেনার ইমাম ছাড়া আর কেউই উইকেটে থিতু হতে পারেননি।

৯৬ রানে ইমাম ফিরলে পাকিস্তানের হারও প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল। কিন্তু শেষদিকে সরফরাজ, শাকিলের ফিফটি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের ৪৩ রানের ইনিংসে এক পর্যায়ে লিডও পেয়ে যায় স্বাগতিকরা।

এরপর ১৫ ওভারে নিউজিল্যান্ডকে ১৩৮ রানের লক্ষ্য ছুড়ে ইনিংস ঘোষনা করেন বাবর আজম। প্রথম ওভারে উইকেট তুলে নিয়ে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। তবে এরপর কিউই ওপেনার টম ল্যাথাম ঝড় শুরু করলেও আলোক স্বল্পতায় শেষ পর্যন্ত অমীমাংসিত হিসেবেই খেলা শেষ হয়।  

Link copied!