• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির জয় টাইগারদের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ১১:২৪ পিএম
শ্রীলঙ্কাকে হারিয়ে স্বস্তির জয় টাইগারদের
শ্রীলংকাকে হারিয়ে হারের বৃত্ত ভাঙল টাইগাররা। ছবি: সংগৃহীত

অবশেষে ছয় হারের খরা কাটিয়ে উঠল বাংলাদেশ ক্রিকেট টিম। এবারের আইসিসি বিশ্বকাপ আসরে টানা ছয় হারের পর শ্রীলংকার বিপক্ষে তিন উইকেটে জয় পেয়েছে সাকিব বাহিনী।

শ্রীলঙ্কার ২৮০ রানের লক্ষ্য তাড়ায় ৪১ রানের মধ্যে বাংলাদেশের দুই ওপেনারের উইকেট তুলে নিয়ে লড়াই জমিয়ে তোলার আভাস দেয় শ্রীলঙ্কা। তবে সাকিব ও নাজমুল অন্যদিনের মতো আজ আর সস্তায় উইকেট দিয়ে আসেননি। বরং তাঁদের দুর্দান্ত এক জুটিতে ভালোভাবেই ম্যাচে আছে বাংলাদেশ। সাকিব আউট হওয়ার আগে সাকিব-শান্ত জুটি থেকে বাংলাদেশ পেয়েছে ১৬৯ রান।

এর আগে লঙ্কানদের লড়াকু সংগ্রহের বড় কৃতিত্ব চারিথ আশালাঙ্কার। এই মিডল অর্ডার ব্যাটার বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাঁর ১০৮ রানের ইনিংস শ্রীলঙ্কাকে পথ হারাতে দেয়নি। কারণ লঙ্কানদের শুরুটা আশাজাগানিয়া ছিল না। দলীয় ৫ রানে ফিরে যান ওপেনার কুশল পেরেরা। এরপর ৬৭ রানের মধ্যে আরো ২ উইকেট হারায় তারা। আউট হয়ে যান কুশল মেন্ডিস (১৯) ও পাথুম নিশাঙ্কা (৪১)। চতুর্থ উইকেটে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দেন আশালাঙ্কা। দুজনের ৬৩ রানের জুটি। সাকিব আল হাসান সামারাবিক্রমাকে ৪১ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন।

এরপর অ্যাঞ্জেলো ম্যাথুসের টাইমড আউট নাটক। হেলমেটের ফিতা ছিঁড়ে যাওয়ায় ব্যাটিং শুরু করতে সময়ক্ষেপণ করেন ম্যাথুস। যেটা এবারের বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী দুই মিনিট পেরিয়ে যায়। বাংলাদেশ দলের আবেদনে আউটের ঘোষণা দেন আম্পায়ার। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে সাকিবের এই আবেদনকে প্রশংসা করেছেন দেশের কোটি ক্রিকেট ভক্তরা।

এদিন বাংলাদেশের পক্ষে ৩টি উইকেট নিয়েছেন বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নামা  তানজিম হাসান সাকিব। ২টি করে উইকেট নিয়েছেন সাকিব ও শরিফুল ইসলাম।

এদিকে এই জয়ে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দৌড়ের টিকে থাকল টাইগাররা।

Link copied!