• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

তিন সপ্তাহ মাঠের বাইরে, বায়ার্নের বিপক্ষে নেই এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১২:৫৪ এএম
তিন সপ্তাহ মাঠের বাইরে, বায়ার্নের বিপক্ষে নেই এমবাপে

জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে বড় ধাক্কা লাগলো ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিবিরে। এই ম্যাচে দলের অন্যতম সেরা ফুটবলার কিলিয়ান এমবাপেকে পাচ্ছে না পিএসজি।

লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন এমবাপে। সেটার জন্য অন্তত তিন সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে। ফলে বায়ার্নের বিপক্ষে এমবাপেকে ছাড়াই মাঠে নামতে হবে পিএসজিকে।

ঘটনা বুধবার (১ ফেব্রুয়ারি) ফরাসি লিগ ওয়ানে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের। ম্যাচের ২১ মিনিটের মাথায় উরুতে চোট পান এমবাপে। এরপর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমবাপের ছিটকে নিশ্চিত করেছে পিএসজি। একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সার্জিও রামোসের চোটের অবস্থাও।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘‘এমবাপের বাঁ পায়ের উরুর চোটের পরীক্ষা করা হয়েছে। অনন্ত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। তার ফেমোরাল বাইসেপসে চোট লেগেছে। রামোসের চোটের আরও পরীক্ষা করা হবে ম্যাচের আগে।’’

এদিকে চলতি মাসের আট তারিখ ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এমবাপে তো বটেই, নেইমারকে ছাড়াও ওই ম্যাচে নামতে হতে পারে দলটিকে।

Link copied!